চট্টগ্রামের কোতোয়ালি থানার বলুয়ার দীঘির পশ্চিম পাড়ে সওদাগর কলোনিতে আগুন লেগেছে। এতে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বলুয়ার দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক গণমাধ্যমকে জানান, বলুয়ার দীঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির পাঁচ কক্ষ বিশিষ্ট একটি কাঁচা বসতবাড়িতে সকালে আগুন লাগার খবর পান তারা। ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মারা যান।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।