রংপুরের গঙ্গাচড়ায় গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল তিনি বলেন, “প্রযুক্তি ও উদ্ভাবন আমাদের জীবনকে সহজ এবং উন্নত করেছে এ বিষয়ে দেশকে এগিয়ে নিতে হলে তরুণ সমাজের ভূমিকা অপরিহার্য, তাদের হাতেই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে, এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করে কাজে লাগানো, আজকের এই প্রদর্শনী স্থানীয় উদ্ভাবকদের উদ্ভাবনী শক্তি ও সম্ভাবনাকে সামনে নিয়ে এসেছে। তরুণ প্রজন্মের উদ্ভাবনী চেতনা জাগ্রত করতে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদের উন্নয়ন প্রচেষ্টাকে আরও গতিশীল করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। তিনি বলেন, “স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণ আমাদের উন্নয়ন প্রচেষ্টাকে আরও টেকসই করবে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত করার আশা ব্যক্ত করছি, আমাদের দেশের কাঁচামালের যথাযথ ব্যবহার করে এ প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাইন্টিফিক অফিসার বিসিএসআইআর সাগিরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আবু মোঃ আলেমুল বাসার, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মাহবুবা আক্তার মলী ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মোহাই মিনুল ইসলাম মুয়িদ প্রমুখ।
এসময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, সমাজ সেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান,প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিমসহ কর্মকর্তা কর্মচারী সাংবাদিক, শিক্ষক, ছাত্র নেতা, শিক্ষার্থী গন উপস্থিত ছিলেন ।
প্রদর্শনী মেলায় স্টোল প্রদর্শনকরেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা প্রকৌশলী দপ্তর , উপজেলা যুব উন্নয়ন কার্যালয়,উপজেলা পল্লী উন্নয়ন দপ্তর, কাচ ও সিরামিক গবেষণা ও পরীক্ষণ ইনস্টিটিউট ঢাকা , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, হাজী দেলোয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন।
পরে জেলা প্রশাসক মহোদয় গঙ্গাচড়া অফিসার্স কল্যাণ ক্লাবের সামনে বনজ ও ফলজ গাছ রোপন করেন। গঙ্গচড়া অফিসার্স কল্যাণ ক্লাবে উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীর সঙ্গে মতবিনিময় করেন।
নবান্ন টিভি / সুমন ইসলাম