কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিস্ফোরক পদার্থ আইন ও বিশেষ ক্ষমতা আইনে ইউপি চেয়ারম্যানসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যা অনুমান ৬.২০ মিনিটে খোকসা থানাধীন খোকসা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হিলালপুর দক্ষিনপাড়া (খালপাড়া) গ্রামস্থ তিন রাস্তার মোড় কালিবাড়ী টু হাইওয়ে রাস্তার পূর্ব পাশে কৃষ্ণচুড়ার গাছের নিচে বাঁশের তৈরী চড়াট থেকে তাদেরকে আটক করা হয়।
আটক কৃতরা হলেন, জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান ১/ মোঃ শকীব খান টিপু (৫৫), পিতা- মৃত নোয়াব আলী খান, রাধানগর গ্রামের মোঃ আবুল হোসেন খানের পুত্র ২/ মোঃ শাহিন খান (৩৯), হিলালপুর গ্রামের মোঃ আক্কাস শেখের পুত্র ৩। মোঃ এনামুল হোসেন (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামীলীগের একদল দুষ্কৃতিকারী খোকসা থানার বাসষ্ট্যান্ডসহ কুষ্টিয়া জেলার মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষে এবং দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করার জন্য ককটেল, হাতবোমা, বাশের লাঠি, লোহার রড ও বিভিন্ন সাইজের ইটের ভাঙ্গা টুকরা নিয়ে নাশকতা সৃষ্টির লক্ষে অবৈধ ভাবে সমবেত হয়। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ০৩ (তিন) জনকে গ্রেফতার করেন এবং ঘটনাস্থল হতে ধৃত আসামীগন, পলাতক আসামী ও অজ্ঞাতনামা আসামীদের ফোটানো ককটেলের অংশ বিশেষ ১। ০৫ টুকরা বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ (লাল টেপ ও টিনের টুকরা), ২। ০৭ টি বিভিন্ন সাইজের বাশেঁর লাঠি, ৩। ০৪ টি বিভিন্ন সাইজের লোহার রড, ৪। ০১ টি প্লাষ্টিকের বস্তায় রক্ষিত অসংখ্য ইটের ভাঙ্গা অংশ, ৫। ০৩ টি 7up লেখা কাচের বোতল ৬। ০৩ জোড়া স্যান্ডেল পেয়ে পুলিশের কাছে থাকা টর্চের আলোতে অনুমান ০৬.৫০ ঘটিকার সময় জব্দতালিকা করেন।
খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ০৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ও ২৫/৩০ জন পালিয়ে যান। এবিষয়ে একটি মামলা হয়েছে। মামলা নং-০৪, তারিখ-০৯-০২-২০২৫ ইং 4/5/6 The Explosive Substances Act, 1908; তৎসহ 15(3)/25D The Special Powers Act, 1974;।
নবান্ন টিভি / নাজমুল হাসান