1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
খাগড়াছড়ি কৈবল্যপীঠ মন্দিরে পরিচালনা কমিটি গঠন — Nobanno TV
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

খাগড়াছড়ি কৈবল্যপীঠ মন্দিরে পরিচালনা কমিটি গঠন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩৬ বার পঠিত

খাগড়াছড়ি কৈবল্যপীঠ মন্দিরের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মন্দির পরিচালনা কমিটির গঠনতন্ত্র ও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য এক ভক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতভাবে ধ্বনিভোটে অশোক মজুমদার,কে সভাপতি, দিলীপ সেন,কে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বলরাম দে, কোষাধ্যক্ষ সাধন খাস্তগীর ও স্বপন খাস্তগীর,কে সাংস্কৃতিক সম্পাদক করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

এর আগে শুক্রবার বেলা ১২ টায় খাগড়াছড়ি কৈবল্যপীঠ মন্দিরে আহবায়ক কমিটির আহবানে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে অশোক মজুমদার,কে সভাপতি, দিলীপ সেন,কে সাধারণ সম্পাদক, সাধন খাস্তগীরকে অর্থ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।এসময় উক্ত মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ মন্দিরের পার্শ্ববর্তী এলাকার সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।

এ’সময় অদ্যসভা কর্তৃক গৃহীত গঠনতন্ত্র অনুযায়ী কিছুদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বলা হয়। সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে সর্বময় ক্ষমতা অর্পণ করা হয়।

নবান্ন টিভি/ বিপ্লব তালুকদার

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com