খাগড়াছড়িতে সনাতনী সম্প্রদায়ের অন্যতম শ্রী শ্রী রাম চন্দ্রদেবের ১৬৫তম আবির্ভাব স্মরণ উৎসব নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে। রাম চন্দ্রদেবের শুভ আর্বিভাব উপলক্ষে খাগড়াছড়ি শ্রী কৈবল্য পীঠ মন্দিরে ২দিনব্যাপী ১২ প্রহরব্যাপী অহোরাত্র তারকবক্ষ মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রামচন্দ্রদেবের বিভিন্ন উৎসব শুরু হয় কৈবল্য পীঠ মন্দিরে। এরপর ঠাকুরের চিত্রপঠ স্থাপন, প্রাণ প্রতিষ্ঠা ,গীর্তা পাঠ, ধর্মীয় সঙ্গীত পরিবেশন, আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণসহ চলে নানা ধর্মীয় অনুষ্ঠান ।
এদিকে খাগড়াছড়ি কৈবল্য পীঠ মন্দিরে শ্রী শ্রী রাম চন্দ্রদেবের ১৬৫ তম আর্বিভাব উৎসব উপলক্ষে উৎসবস্থলে জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে সনাতনী ভক্তদের আগমন ঘটে । গুরুপূজা ভোগারতির মধ্য দিয়ে ২দিনব্যাপী উৎসবের সমাপ্তি হবে।
নবান্ন টিভি / বিপ্লব তালুকদার