1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
খাগড়াছড়িতে বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে জগদ্ধাত্রী পূজা — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:২২ অপরাহ্ন

খাগড়াছড়িতে বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে জগদ্ধাত্রী পূজা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৪২ বার পঠিত

আজ খাগড়াছড়িতে বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মালম্বীদের দুই দিনের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা। ১০ নভেম্বর (রবিার) সকালে খাগড়াছড়ি ভুবনেশ্বরী কেন্দ্রীয় কালী মন্দিরের নিজস্ব ভূমিতে বিদ্যানিকেতনের আয়োজনে এই পূজা শুরু হয়। বিদ্যানিকেতনের বর্ণাঢ্য আয়োজন, বর্ণিল আলোকসজ্জায় বহু লোকের সমাগমের মধ্য দিয়ে এবছরের ঐতিহ্য নিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী শ্রীশ্রী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা উৎসব।

জগদ্ধাত্রী পূজা দুর্গা পূজার আরেক রুপ, কার্তিক মাসের শুক্লা নবমীতে জগদ্ধাত্রী পূজা পালন করে সনাতন ধর্মালম্বীরা। আর একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা করা হয়। দূর্গা পূজার পরপরই এই পূজা পালন করে সনাতনী সম্প্রদায়ের নর-নারীরা। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে পূজার আনুষ্টানিকতা আরম্ভ হয়, এরপর চলে জগদ্ধাত্রী মায়ের পূজা।

জগদ্ধাত্রী পূজা উপলক্ষে গীতা পাঠ, আরতি, মহাপ্রসাদ বিতরণসহ নানান ধর্মীয় আনুষ্ঠানিকতা। ১০ নভেম্বর রাতে পূজাকে কেন্দ্র করে রাতে আরতি প্রতিযোগীতা ,ডমরু ও শিব তান্ডব পরিবেশন করেন চট্রগ্রামের শিল্পী অলোক দেবনাথ।

এদিকে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে সনাতনী সমাজের মধ্যে বইছে আনন্দের বন্যা। নারী পুরুষ শিশুসহ সকল বয়সের সনাতন ধর্মালম্বীরা পূজামন্ডপে উপস্থিত হয়ে জগতের শান্তি লাভের আশায় প্রার্থনায় মিলিত হয়েছে।

আজ সকাল ৯টায় দশমী পূজা শেষে পুস্পাঞ্জলী প্রদান করে মহাশোভাযাত্রা সহকারে খাগড়াছড়ি চেঙ্গী নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে খাগড়াছড়ি শেষ হয়েছে সনাতনী ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন।

নবান্ন টিভি/ বিপ্লব তালুকদার

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com