1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
খাগড়াছড়িতে তীব্র শীতে বেড়েছে লেপ-তোষকের চাহিদা — Nobanno TV
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

খাগড়াছড়িতে তীব্র শীতে বেড়েছে লেপ-তোষকের চাহিদা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ বার পঠিত

বেশ কিছুদিন যাবৎ কনকনে শীতের চাদরে ঢেকে গেছে সারাদেশ।এবার খাগড়াছড়ি শীতের তীব্রতা অনেক বেশি। আর এই শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে বেড়েছে লেপ-তোষকের চাহিদা। এতে ব্যস্ত সময় পার করছে খাগড়াছড়ি লেপ-তোষকের দোকানগুলো। দম ফেলানোর সময় পাচ্ছেন না লেপ-তোষক তৈরির কারিগররাও।

শীতকালে একটু বেশী যত্ম নিতে শরীরের সাথে চাহিদা বাড়ে গরম কাপড়ের। শহর অঞ্চলে শীতের প্রকোপ কিছুটা কম হলেও গ্রামগঞ্জে শীতের তীব্রতা একটু বেশী। সারা বছর যেমনই যাক না কেন শীতকালে একটু বেশী কদর বাড়ে গরম কাপড় আর লেপ তোষকের। কম্বলের পাশাপাশি আদি আমল থেকে শীত বলতে লেপ মুড়িয়ে ঘুমানো। আর এসব সামগ্রী তৈরিতে ব্যস্ত সময় পার করছেন খাগড়াছড়ি জেলার লেপ তোষক তৈরির কারিগররা। পৌষ মাসে শীত বাড়ার সাথে সাথে লেপ-তোষকের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। কেউ নগদ টাকায় আগে থেকে তৈরিকৃত লেপ তোষক কিনছেন আবার কেউ বানানোর জন্য অর্ডার দিচ্ছেন। এছাড়া কেউ কেউ পুরোনো লেপ-তোষক ঠিকঠাক করিয়ে নিচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, শীত নিবারণের জন্য জেলার বিভিন্ন লেপ তোষক দোকানের সামনে লেপ-তোষক সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। লেপ তোষক কারিগররাও এসব তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। খাগড়াছড়ি জেলা শহরে বিভিন্ন বাজারের লেপ-তোষকের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় জমেছে। দোকানিরা ক্রেতাদের বিভিন্ন মানের কাপড় ও তুলা দেখাচ্ছেন, নিচ্ছেন অর্ডার। কারিগররা তাদের নিপুণ হাতে সুঁই সুতো নিয়ে করছেন কাজ, তৈরি করছেন বিভিন্ন সাইজের লেপ-তোষক।

খাগড়াছড়ি জেলার বিভিন্ন বাজারে লেপ-তোষক তৈরীর দোকানগুলোতে দেখা যায়, মালিক-শ্রমিক লেপ-তোষক তৈরীর সেলাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। তারা জানান, শীত মৌসুমের শুরুতেই ক্রেতারা দোকানে লেপ-তোষক তৈরীর অর্ডার দেয়া শুরু করেছেন। এবছর তুলার দাম বেড়ে গেছে। ভাল মানের তুলা দিয়ে বানাতে লেপের খরচ পড়ে প্রায় ১৫০০-১৬০০ টাকা, তার উন্নতমানের লেপ তৈরী করতে খরচ পড়ে প্রায় ১৯০০-২০০০ টাকা। তবে কেউ কেউ বলছেন, এবার তুলার দাম বেশি। শীতের তীব্রতা যদি আরও বাড়ে লেপ-তোষক তৈরি ও বিক্রি আরও বাড়বে এমনটিই প্রত্যাশা ব্যবসায়ীদের।

খাগড়াছড়ি জেলার লেপ তোষক ব্যবসায়ী রাখাল দেবনাথ জানান, এখন আমাদের লেপ-তোষক তৈরিতে সময় যাচ্ছে। আগামীতে শীত যত বেশি হবে ততই আমাদের বেচা বিক্রিও বেড়ে যায়।

নবান্ন টিভি/ বিপ্লব তালুকদার

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com