1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
খাগড়াছড়িতে এই প্রথম নারী চেয়ারম্যানের নেতৃত্বে পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

খাগড়াছড়িতে এই প্রথম নারী চেয়ারম্যানের নেতৃত্বে পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৪১ বার পঠিত

এই প্রথম জেলা পরিষদে নারী চেয়ারম্যানের নেতৃত্বের নতুন মুখের চমক আসলো খাগড়াছড়িতে। নারী চেয়ারম্যানের নেতৃত্বের প্রথম খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ গঠনের পরেও নতুন চমকের মধ্য দিয়ে দীর্ঘ সময়ের নানা জল্পনা-কল্পনা আর বির্তকের অবসান ঘটিয়ে পুনর্গঠন করা হলো নারী নেতৃত্বকে প্রাধান্য দিয়ে। এতে নতুন অন্তবর্তী পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়। বৃহষ্পতিবার (৭ নভেম্বর ২০২৪) একই সঙ্গে প্রজ্ঞাপনে বিদায়ী অন্তবর্তী পরিষদ বাতিল করা হয়।

অন্তবর্তীকালীন পরিষদে বিভিন্ন জাতিগোষ্ঠীর ১৪ জনকে সদস্য করা হয়েছে। রাজনৈতিক নিয়োগের বাইরে এই প্রথমবার গঠিত পরিষদের প্রত্যেকে নতুন মুখ। এটি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দশম অন্তবর্তী পরিষদ।

এতে ১৪ জন সদস্য হলেন, বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, কংজপ্রু মারমা, কুমার সুইচিংপ্রু সাইন, সাথোয়াই প্রু চৌধুরী, ধনেশ্বর ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা, প্রশান্ত কুমার ত্রিপুরা, মো: শহিদুল ইসলাম, আবদুল লতিফ, মো: মাহবুবুল আলম, জয়া ত্রিপুরা ও অ্যাডভোকেট মনজিলা সুলতানা।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আইন, ১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ(সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ক। (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ(সংশোধন) আইন, ২০১৪ এর ২(২) উপধারার প্রদত্ত ক্ষমতাবলে অন্তর্র্বতী পরিষদ গঠন করা হয়েছে।

এদিকে-খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়ে নানা আন্দোলনের পর এমনি চমক দেখে অনেকের মনে হতাশা আবার অনেকে মাঝে ক্ষোভের সৃষ্টি করলেও নতুন নেতৃত্বের পুনর্গঠন হওয়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জনগণের আশার প্রতিফলনের পথে আন্তরিক ভূমিকা পালন করবে বলে মনে করেন খাগড়াছড়িবাসী।

নবান্ন টিভি/ বিপ্লব তালুকদার

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com