সরকার পতনের পেক্ষাপটে কিছুদিন পরিষদগুলো অচল অবস্থা হয়েছিলো গত ২১ তারিখ থেকে আবার সচল হয়েছে বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদ। এরই ধারাবাহিকতায় শেরপুর জেলার ৫ নং বানেশ্বর্দী ইউনিয়নের সকল কার্যক্রম সুন্দর ভাবে পরিচালনা করছেন সফল চেয়ারম্যান আলহাজ মাজহারুল আনোয়ার মহব্বত ।
তাকে পরিষদ পরিচালনার জন্য সহযোগিতা করছেন ইউনিয়নের যুবদলের ও বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডিসি, দায়িত্বরত সেনাসদস্যরা । এদিকে ১নং গণপদ্দী, ২নং নকলা, ৩নং উরফা, ৪নং গৌরদ্বার , ৫নং বানেশ্বর্দী, ৬নং পাঠাকাটা, ৭নং টালকী, ৮নং চরঅষ্টধর, ৯নং চন্দ্রকোনা এসকল ইউনিয়ন পরিষদ গুলো পুরোদমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।