কক্সবাজারের নবগঠিত উপজেলায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ঈদগাহ প্রিমিয়ার লিগ ক্রিকেটের জন্য জার্সি উন্মোচন করেছে ঈদগাহ মানবিক ফাউন্ডেশন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে ঈদগাহ বাজরের একটি হলরুমে জার্সি উন্মোচন করা হয়।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন ইয়াসিদের প্রতিষ্ঠাতা পরিচালক কায়সার হামিদ, সাংবাদিক আব্দুর রশিদ মানিক, উপদেষ্টা এড.মোবারক সাঈদ, নাসির উদ্দীন, নুরুল হুদা, মনসুর আলম, ইয়েস বাংলাদেশর প্রতিষ্ঠাতা পরিচালক তারেকুর রহমানসহ অনেকে।
ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক হাদির সঞ্চালনায় ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের জার্সি স্পনসর করেছে রিফাত এান্ড ব্রাদার্স সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজ। এসময় প্রতিষ্ঠানটির প্রোপাইটর এবং ঈদগাহ মানবিক ফাউন্ডেশন সহ সভাপতি সাজেদুল ইসলাম সুফাত।
নবান্ন টিভি/ এম আবু হেনা সাগর