ঈদগাঁওতে টিএন্ডটি অফিসের পুকুরের ময়লার ভাগাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে ঈদগাঁও বাজার জাগির পাড়া রাস্তার মাথা সংলগ্ন টিএনটি অফিস যেটি “টিএনটি পুকুর” নামে পরিচিত।
এক সময় মানুষ এ অফিসে গিয়ে তথ্য আদান প্রদান করত টেলিফোনের সাহায্যে। দেশে মোবাইল ফোন প্রচলিত হওয়ায় বন্ধ হয়ে যায় টিএনটি কার্যক্রম। সেই থেকে কোন কাজেই ব্যবহৃত হচ্ছেনা টিএনটি অফিস। ফলে জায়গাটি ব্যাবহৃত হচ্ছে ঈদগাঁও বাজারের ডাস্টবিন হিসেবে। ঈদগাঁও বাজারের সব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে উক্ত স্থানে। দীর্ঘদিন ধরে এখানে ময়লা আবর্জনা ফেলাতে তৈরি হয়েছে আর্জনার বড় বড় স্তুপ।
এ বিষয়ে স্থানীয় সংবাদ মাধ্যম একাধিকবার সংবাদ প্রকাশ করার পরও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অনেক সময় ময়লা আবর্জনার এ দুর্গন্ধ থেকে বাচঁতে স্থানীয়রা আগুন দিয়ে পুড়ে ফেলেন ময়লাগুলো। এবারো ঠিক এমনই হয়।
ব্যবসায়ী মনির জানান, আগের দিন বিকালে ময়লা আবর্জনা পুড়িয়ে ফেলতে আগুন লাগিয়ে দেয় স্থানীয় একজন “যার কোন পরিচয় পাওয়া যায়নি” সে থেকে জলতে থাকে এ আগুন, পরে দুপুরের দিকে আগুন মাত্রাতিরিক্ত হারে বেড়ে গেলে ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসকে খবর দেন। মুহুর্তের মধ্যে রামু ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
নবান্ন টিভি/ এম আবু হেনা সাগর