1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ঈদগাঁওতে শীতের টাটকা সবজি মিলছে স্বল্প মূল্যে — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

ঈদগাঁওতে শীতের টাটকা সবজি মিলছে স্বল্প মূল্যে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পঠিত

ঈদগাঁওতে এবার শীতকালীন সবজির স্বল্পদামে স্বস্তি ক্রেতারা। কেজিপ্রতি ৪০/৫০ টাকার নিচে মিলছে তরিতরকারী। দৈনিক আয়ে কর্মজীবিরা অনেকটা সন্তোষ্ট। পছন্দের সবজি খেতে পারছেন।

ঈদগাঁও বাজারসহ বিভিন্ন তরকারী বাজার ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে। পূর্বের ন্যায় বর্তমানে দামে স্বস্তি নানা জাতের সবজি কেনাকাটারত মানুষরা।

বিক্রেতা জানান, সবজি বাজারে স্বস্তি বিরাজ করছে। ক্রমে দাম কমতে শুরু করেছে। বাজারে শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, বড় আলু, ঢেডস, আলু, বেগুন, টমেটো, কাঁচামরিচ, মুলা ও শষা বিক্রি হচ্ছে সাধ্যের মধ্য। তবে প্রায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে কেজি প্রতি ১৫/২০ টাকা কমছে।

দিনমজুর আলিম,পেঠান,তাহেরসহ অনেকে জানান, শীতের শুরুতে তরকারির দাম দ্বিগুন ছিল। এখন মোটামুটি পযার্য়ে দাম। পরিবার পরিজন নিয়ে চাহিদা অনুযায়ী সবজি খেতে পারছি। তবে কিছু কিছু তরকারির দাম অপরিবর্তিত রয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দামে খুশি গ্রামীন জনপদের লোকজন। যাতে দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষরা অনেকটা সন্তোষ্ট।

নবান্ন টিভি/ এম আবু হেনা সাগর

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com