কক্সবাজারের ঈদগাঁওতে চার ব্যবসা প্রতিষ্ঠান কে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদগাঁও উপজেলা প্রসাশন ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর-কক্সবাজার যৌথ ভাবে গতকাল এ অভিযান চালায়। ঈদগাঁও বাজারের বাঁশঘাটা এলাকায় এ মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।
উপস্থিত ছিলেন হাসান আল্ মারুক,সহকারী পরিচালক,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কক্সবাজার । মূল্য তালিকা না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্য মজুদ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এ অর্থদণ্ড দেয়া হয়। ৪টি প্রতিষ্টান থেকে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এতে প্রসিকিউশন অফিসার ছিলেন জহর লাল পাল, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর, ঈদগাঁও, সদর, কক্সবাজার। নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার বাহিনীর সদস্য বৃন্দ।
নবান্ন টিভি/ এম আবু হেনা সাগর