২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা তান্ডবে শহীদদের স্মরণে কক্সবাজারের ঈদগাঁওতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) বিকাল ৩টায় ঈদগাঁও বাস স্টেশন চত্বরে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখা।
এতে বক্তারা বলেন,প্রকাশ্যে রাজপথে আওয়ামী লীগের নৃশংশতা ও লগি বৈঠা দিয়ে হত্যার প্রতীক শোকাবহ ২৮ অক্টোবর। ১৫ আগস্টের পরিবর্তে ২৮ অক্টোবর কে জাতীয় শোক দিবস ঘোষনা করতে হবে। সেদিন শিবির নেতা মুজাহিদসহ কয়েকজন কোরআনের হাফেজকে হত্যা করে শহীদদের বুকের উপর নৃত্য করেছিল সন্ত্রাসীরা। আলাদা ট্রাইব্যুনাল গঠন করে ২৮শে অক্টোবরের খুনীদের বিচারের দাবী জানান।
ঈদগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা নূরুল আজিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর,জেলা জামায়াতের শুরা সদস্য ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোছাইন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ছৈয়দুল আলম প্রমূখ।
বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও প্রত্যন্ত এলাকা থেকে মিছিল সহকারে জনগণ সভায় যোগ দেন। ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। উপজেলা ইমাম সমিতি ও সাংবাদিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে ২৮ অক্টোবরের শহীদদের আত্নার মাগফিরাত কামনায় মোনাজাত করে উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা ছৈয়দ আলম।