ঈদগাঁও উপজেলার গ্রামাঞ্চলে ছড়িয়ে ছিড়িয়ে থাকা রোহিঙ্গাদেরকে ক্যাম্পে পাঠানোর উদ্যোগ নেই। তারা কৌশলে বিভিন্ন এলাকায় (পরিচিত) আত্মীয়স্বজন,ভাড়াবাসাসহ কলোনীতে অবস্থান করছে।
জানা যায়,ঈদগাঁও উপজেলার নানা ইউনিয়নের পাড়া-মহল্লায় বিভিন্ন ভাবে আশ্রয় নেওয়া ওপার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা। তবে এলাকায় ছড়িয়ে ছিড়িয়ে রোহিঙ্গারা হরেক রকম কৌশল অবলম্বন করে অবস্থান করছে। এরা ভাদিতলা, শিয়াপাড়া, গরুর বাজার, কলেজ গেইট, তেলী পাড়া, বাজার পাড়াসহ বিভিন্ন পাহাড়ি এলাকা ও বাসাভাড়া-কলোনীতে রোহিঙ্গারা অবস্থান করছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবী।
স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে নাফ নদী পাড় হয়ে আসা রোহিঙ্গারা ঈদগাঁও এলাকায় বসবাস করছেন। আইন শৃঙ্খলার চরম অবনতির শংকা স্থানীয়দের। তদন্তপূর্বক এই এলাকায় অবস্থান করা রোহিঙ্গাদেরকে সরিয়ে ক্যাম্পে স্থানান্তরের দাবী।