ঈদগড়ে সিলভার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সর্বশেষ ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সমাপ্তি হল। গতকাল রাতে ঈদগড় বাজারস্থ ইবতেদায়ি মাদ্রাসা মাঠে খেলা সম্পন্ন হয়। খেলায় মোঃ সাঈদ ও নুর মোহাম্মদের জুটিকে পরাজিত করে মোঃ তৌহিদ ও মীর কাশেমের জুটি জয় লাভ করে।
টুর্নামেন্টে ম্যাচসেরা নির্বাচিত হয় নুর মোহাম্মদ এবং টুর্নামেন্ট সেরা হন মোহাম্মদ তৌহিদ। সর্বশেষ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ বনি আমিন। বিশেষ অতিথি ছিলেন,৪নং ওয়ার্ড ইউপি সদস্য এম বেলাল উদ্দিন, যুবদল ঈদগড় ইউনিয়ন সদস্য সচিব আহসান উল্লাহ, প্রবীণ মুরুব্বি ফরিদুল আলম,শাহাদত আলী, ক্রীড়া সংগঠক হামিদুল ইসলাম, নুরুল আলম নুরী ও কায়ছার আহমেদ রনি।
ম্যাচ পরিচালনা করেন,মাষ্টার সাখাওয়াত হোসাইন। ম্যাচটি সঞ্চালনা করেন মোঃ ফারুক।
নবান্ন টিভি / আবু হেনা সাগর