1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
আজ দর্শনা চিনিকলের ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের যাত্রা শুরু — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

আজ দর্শনা চিনিকলের ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের যাত্রা শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ বার পঠিত

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভারী শিল্প প্রতিষ্ঠান এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী দর্শনা কেরুজ চিনিকল ৬১ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ (২০ ডিসেম্বর) শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে।

চিনিকলের ক্যান-কেরিয়ার এলাকায় মিলাদ ও দোয়া শেষে ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

এরই মধ্যে চিনি কারখানায় জোড়াতালি, ধোয়া-মুছো ও রংচুনের কাম সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে মিল কর্তৃপক্ষ।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবারের মাড়াই মৌসুমের উদ্বোধন করবেন।

চিনি কারখানার পাশাপাশি তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ডিস্টিলারী বিভাগের ফরেণ লিকার তৈরীর আধুনিক মেশিন, ইক্ষু রোপন মৌসুম ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করবেন।

কেরুজ চিনিকল সুত্রে জানা গেছে, বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশন কর্তৃক ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমে ৬৫ মাড়াই দিবসে ৭০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৪ হাজার ২শ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের গড় হার নির্ধারিন করা হয়েছে ৬ দশমিক শূন্য শতাংশ।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব আনোয়ার কবীর স্বাক্ষরিত পত্রে জানা গেছে, ২০ ডিসেম্বর শুক্রবার কেরুজ চিনিকলে আখ মাড়াই মৌসুম চালু হবে।

কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, আন্তরিকতা ও নিষ্টার সাথে সকলে যদি তাদের কর্ম ক্ষমতা নিংড়ে দেন তাহলেই আমরা আশা বাদি লক্ষমাত্রা অর্জনের মাধ্যমে এবারের মৌসুমে লাভের মুখ দেখবো।

এবারের মাড়াই মৌসুমে মিলকে লাভজনক অবস্থায় পৌছুতে যা যা পদক্ষেপ গ্রহনের প্রয়োজন তা আমরা করছি।

কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আখ কর্তনের ক্ষেত্রে দা বা হাসুয়া ব্যবহার না করে কোদালের মাধ্যমে করলে বেশী ফলন ও মুনাফা অর্জন সম্ভব। তাই আখ চাষি সকলকে কোদালের সাহায্যে গোড়া থেকে আখ কর্তন করবেন।

করপোরেশনের লক্ষমাত্রা অনুযায়ি এ মৌসুমে নির্ধারিত ৫ হাজার ১শ একর জমিতে আখচাষ রয়েছে। যার মধ্যে কৃষকের জমির পরিমান ৩ হাজার ৪৫৫ ও কেরুজ নিজস্ব জমিতে রয়েছে ১ হাজার ৬৪৫ একর আখ।

নবান্ন টিভি/ শামসুজ্জোহা পলাশ

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com