নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী আবদুর রহমান খোকন বলেন, দীর্ঘ সময় ক্ষমতার মসনদে থেকে কয়েকটি বিতর্কিত নির্বাচনের জন্ম দিয়ে আওয়ামী লীগ নিজেই দলের ধ্বংস ডেকে এসেছে। শেখ হাসিনার বিগত ১৫ বছরের শাসনামলে ব্যক্তি পর্যায় থেকে সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানে ছিল দুর্নীতির মহোৎসব। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে সেবার নামে সেবাপ্রত্যাশীদের পকেট কেটেছে, প্রতারিত হয়েছে পদে পদে। রাজনৈতিক দলের ছোটো নেতা থেকে বড়ো নেতা সবাই ছিল ধরাছোঁয়ার বাইরে। তাদের সীমাহীন দুর্নীতি, দম্ভ ও অহংকারের কারণে মানুষ ছিল তটস্থ, অসহায়।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যখন আওয়ামী লীগের নাম কেউ মুখেও নিতে পারেনি সেই একই পরিস্থিতির দেখা মিলছে ২০২৪ সালের আরেক ৫ই আগস্ট খুনি শেখ হাসিনা পদত্যাগের পর কেউ প্রতিবাদ করেনি নেতাকর্মীরা আতœগোপন করেন। তাদের খুন,গুম,চাদাবাজী,সন্ত্রাসী,ব্যাংক,শেয়ার বাজার লুটপাট সহ বিভিন্ন অপকর্মের কারনে দেশের মানুষ অতিষ্ট, তাদের অপকর্মের বিরোদ্ধে সারাদেশে মামলা হচ্ছে। খুনি হাসিনা সহ তার দোষর দের গ্রেফতারের দাবী করেন। তিনি আরো বলেন, ১৭ বছর আমাদের নেতাকর্মীরা গায়েবী মামলা সহ হামলা নির্যাতনের শিকার হয়েছিল,কেউ ঘরে ঘুমাতে পারে নাই, বছরের পর বছর আতœীয় স্বজনের বাসায় থাকতে হয়েছিল। বিগত দিনে রায়পুরাতে রাজু এমপির নেতৃত্বে চরাঞ্চল সহ রায়পুরাতে গুম, খুন, হত্যা সহ বাড়ীঘর ভাংচুর লুটপাট করা হয়েছিল, তার সন্ত্রাসী কর্মকান্ডের বিরোদ্ধে কেউ প্রতিবাদ করলে তার দলের হলো তাকে রেহায় দেয়নি। ক্ষমতার দাপট দেখিয়ে রাম রাজ¦ত্ব কায়েম করেছিল, ১৭ বছরের মধ্যে কেউ কোন নির্বাচনে ভোটারা ভোট দিতে পারে নাই,তার সন্ত্রাসী বাহিনী দিয়ে কেন্দ্র দখল করে শিল মেরে নির্বাচিত এমপি,মেয়র,উপজেলা চেয়ারম্যান,ইউপি চেয়ারম্যানসহ মেম্বার নির্বাচিত করে ছিলেন বিভিন্ন বরাদ্ধে নামে সরকারী টাকা লুটপাট করে হাজার হাজার টাকার পাহাড় গড়েছেন।
তিনি আরো বলেন,২০১৮ সনে নরসিংদী-৫আসন রায়পুরা নির্বাচনী এলাকা থেকে ধানের র্শীষ প্রতীক নিয়ে এমপি প্রার্থী হয়েছিলেন ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল তিনি র্দীঘদিন বিএনপির নেতাকর্মীদের সুখে-দুখে পাশে ছিলেন। দলের ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন করে দলের ভাব মুর্তি উজ্জল করতে হবে। নেতাকর্মীরা সকল বেধাবেদ ভুলে সংগঠন আরো শক্তিশালী করতে সাধারন জনগনের কাছাকাছি থেকে দেশ গঠনে বলিষ্ঠ ভুমিকা রাখতে হবে। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক কাজ করে দেশের মানুষকে ভাল কিছু উপহার দিতে ঐক্যবন্ধভাবে কাজ করার জন্য আহবান জানান তিনি।
আজ বিকালে নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া বাজারে জেলা কৃষক দলের সদস্য ও ৮নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এরশাদুল হক পরশ মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন এর সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনের জন্য এবং সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্বাস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী আবদুর রহমান খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এম মোজাম্মেল হক, আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপি’র (ভারপ্রাপ্ত) সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান, আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি গাজী লুৎফর রহমান রবিন ও ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশের শান্তি প্রতিষ্ঠা কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলী মৃধা,উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত বীরমুক্তিযোদ্ধা এড.এ কে নেছার উদ্দিন ও সহসভাপতি তাজুল ইসলাম,খন্দকার ইউনুছ মিয়া খন্দকার সহ দলের প্রয়াত সকল নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্যতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া প্রার্থনা করা হয়।