চুয়াডাঙ্গার জীবননগরে কসমেটিকস দোকান (হারল্যান স্টোর) উদ্বোধন করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক ইমন।
মঙ্গলবার বেলা ৩টার দিকে জীবননগর উপজেলা মার্কেটে অবস্থিত হারল্যান স্টোরের ফিতা কেটে এই শো-রুমের উদ্বোধন করেন তাঁরা।
পরে জীবননগর মুক্তমঞ্চে উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত দর্শকের অনুরোধে ধীরে ধীরে তুমি হলে হৃদয়ের মেহমান গানের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেন অপু বিশ্বাস ও ইমন।
উদ্বোধন অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, স্কিন নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না। আমরা সবাই সুন্দর হতে চাই। অনেকেই নায়ক-নায়িকাদের দেখে তাঁদের মতো হতে চায়। স্কিনের যত্ন নিতে চায়। তবে যেমন-তেমন কসমেটিকস ব্যবহার করলে স্কিনের বিভিন্ন রোগসহ ক্যান্সার হতে পারে। তাই পরীক্ষিত কসমেটিক ব্যবহার করতে হবে। আমি আপনাদের হারল্যানের পণ্য ব্যবহারের পরামর্শ দেব।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর পৌরসভার ৬ নম্বর ওর্যাডের কাউন্সিলর মতিয়ার রহমান, জীবননগর হারল্যান স্টোরের স্বত্বাধিকারী আশিক।
নবান্ন টিভি / শামসুজ্জোহা পলাশ