1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
২৪ ঘণ্টায় এক্সপ্রেসওয়েতে ২২,৪০৫ গাড়ি চলাচল, টোল আদায় সাড়ে ১৮ লাখ টাকা — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় এক্সপ্রেসওয়েতে ২২,৪০৫ গাড়ি চলাচল, টোল আদায় সাড়ে ১৮ লাখ টাকা

nobanno
  • আপডেট সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬০ বার পঠিত
২৪

রাজধানীর যানজট নিরসনের লক্ষ্যে নির্মিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও অংশ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় এ রুটে মোট ২২ হাজার ৮০৫টি গাড়ি চলাচল করেছে। আর টোল আদায় হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচল শুরু হয়।

প্রকল্প কর্মকর্তার দেওয়া তথ্যমতে,

গত ২৪ ঘণ্টায় এক্সপ্রেসওয়ে বিমানবন্দর প্রান্তর হতে কামাল আতার্তুক, মহাখালী, ফার্মগেট পর্যন্ত গাড়ি গেছে ১২ হাজার ২৪২টি।

আর কুড়িল প্রান্তর হতে কামাল আতার্তুক, মহাখালী, ফার্মগেটে যাওয়া গাড়ির সংখ্যা ২ হাজার ৪২৫টি। বনানী হতে কুড়িল, বিমানবন্দর গেছে ২ হাজার ৮৯২টি গাড়ি।

আর তেজগাঁও হতে মহাখালী, কামাল আতার্তুক, কুড়িল, বিমানবন্দরে গেছে ৫ হাজার ৩৪৬ টি গাড়ি।

সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৮০৫টি গাড়ি চলাচল করেছে। আর মোট টোল আদায় হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ উড়াল পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উড়াল সড়কের টোল নির্ধারণ করে কয়েকদিন আগে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। এ টোল শুধু প্রথম ফেজের জন্য প্রযোজ্য হবে।

এ অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হবে।

সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com