1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
হজ পালনে আজ সৌদি যাচ্ছেন রাষ্ট্রপতি — Nobanno TV
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

হজ পালনে আজ সৌদি যাচ্ছেন রাষ্ট্রপতি

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৫৬ বার পঠিত
হজ পালনে আজ সৌদি যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালন করতে আজ শুক্রবার (২৩ জুন) সৌদি আরব যাবেন।

বুধবার (২১ জুন) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন,

‘রাষ্ট্রপতি শুক্রবার (২৩ জুন) বিকেলে রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন।’

জয়নাল আবেদীন আরও বলেন,

‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি ৩৩১) রাষ্ট্রপতি,

তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা ও অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে এদিন দুপুর ২টা ৩০ মিনিটে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবে।’

জয়নাল আবেদীন জানান,

রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জেদ্দায় অবতরণের কথা রয়েছে।

সেখানে অবস্থানের সময় মো. সাহাবুদ্দিন আল সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন।

হজের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ১ জুলাই মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য মদিনা যাবেন।

সৌদি আরবে ১০ দিনের সফর শেষে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি ৩৩৮) ২ জুলাই মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

 

আরও পড়ুন :

 

 

নবান্ন

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com