1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
স্কুল-কলেজের মতোই এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি, নীতিমালা জারি — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

স্কুল-কলেজের মতোই এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি, নীতিমালা জারি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪ বার পঠিত

স্কুল-কলেজের মতো মাদরাসার এমপিওভুক্ত শিক্ষকরা কর্মজীবনে দুইবার ও শিক্ষিকারা তিনবার কর্মস্থল বদলানোর সুযোগ পাবেন। প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অনলাইনে শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন। এমন বিধান রেখে এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

রবিবার বিকালে নীতিমালাটি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

এটি ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা (মাদরাসা) প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৪’ হিসেবে অভিহিত হবে। এতে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম স্বাক্ষর করেছেন।

বিভাগের মাদরাসা অনুবিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খান বলেন, স্কুল-কলেজের সঙ্গে সামঞ্জস্য রেখে মাদরাসা শিক্ষকদের জন্য বদলির নীতিমালা প্রস্তুত করে তা জারি করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই এমপিওভুক্ত শিক্ষকরা বদলির সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

শিক্ষকরা নিজ জেলায় বদলির সুযোগ পাবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে তারা নিজ বিভাগের যে কোন জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। চাকরিতে প্রথম যোগদানের দুই বছর পূর্ণ হলে বদলির যোগ্য হবেন শিক্ষকরা। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার দুই বছর পর বদলির আবেদন করতে পারবেন।

একটি শূন্যপদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে অগ্রাধিকার বিবেচনায় জ্যেষ্ঠতা, নারী ও দূরত্ব বিবেচনা অগ্রাধিকার পাবে। জ্যেষ্ঠতার বিচার হবে চাকরিতে যোগদানের তারিখের ভিত্তিতে। একটি মাদরাসা থেকে বছরে একজনই বদলির সুযোগ পাবেন।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com