1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
মানুষটার শরীর দেখে বারবার আবরারের কথা মনে পড়েছে: সারজিস — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

মানুষটার শরীর দেখে বারবার আবরারের কথা মনে পড়েছে: সারজিস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে চোর সন্দেহে তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। একইদিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাম্পাসেও ঘটেছে পিটিয়ে হত্যার ঘটনা। এ দুটি হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। অন্যায়কারী বা দাগি আসামি হলেও এভাবে পিটিয়ে মেরে ফেলার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন তিনি। এ ছাড়া ঘটনা দুটিতে বুয়েটে রাতভর নির্যাতনে আবরার হত্যাকাণ্ডের কথাও স্মরণ করিয়ে দিলেন এ সমন্বয়ক।

ফেসবুক ভেরিফায়েড আইডিতে সারজিস আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) লেখেন, ‘মানসিক ভারসাম্যহীন হোক, চোর হোক অথবা দাগী আসামি, কাউকে এভাবে পিটিয়ে মেরে ফেলার অধিকার বা সাহস কোনো একজন ব্যক্তি কীভাবে পায়?’

‘মব জাস্টিসের নামে নরপশুর ন্যায় নির্মমতা কখনোই সমর্থনযোগ্য নয়’ উল্লেখ করে সারজিস লেখেন, ‘আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির এক্সাম্পল (উদাহরণ) সেট হওয়া প্রয়োজন ৷ কে কোথায় পড়ে, কি করে সেটা মুখ্য নয় ৷ অন্যায় সব সময় অন্যায় ৷ একটা জলজ্যান্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলতে যাদের বুক একবারের জন্যও কাঁপে না তাদের মধ্যে মনুষ্যত্ব থাকতে পারে না ‘

এই সমন্বয়ক বলেন, ‘মানুষটার শরীরটা দেখে বুয়েটের আবরার ফাহাদের কথা বারবার মনে পড়েছে ৷ সব অন্যায়কারীর বিচার হোক ৷ নির্দোষ কেউ শাস্তি না পাক। একবার যদি অন্যায়কারীরা কোনো সূত্র ধরে ছাড় পেয়ে যায়, তবে তা পরবর্তী অসংখ্য অন্যায়ের প্রশ্রয় হিসেবে দৃষ্টান্ত তৈরি করে ৷ নতুন বাংলাদেশে সেই সুযোগ যেন কেউ না পায় ৷’

নবান্ন টিভি

 

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com