আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম বলেছেন, মানব কল্যাণই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনীতি।
পিতার মতো মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করেন বলেই তিনি প্রধানমন্ত্রী থাকলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়,
মাথাপিছু আয় ৬০০ ডলার থেকে ২৯০০ ডলার হয়, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে, মানুষের গড় আয়ু বাড়ে,
বই উৎসব হয়, শিক্ষিতের হার বাড়ে, জঙ্গি হামলা বন্ধ হয়, গৃহহীন মানুষ গৃহ পায়, দেশের অর্থনীতি গতিশীল হয়।
বুধবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০টি পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আমিনুল ইসলাম।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আহমদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী,
সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, এডভোকেট শাহরিয়ার, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম আসাদ, সাইফুল হক,
আব্দুল আলিম, এসএম আজিজ, জায়েদ বিন কাশেম, মোরশেদ, ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন শুভ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম আমিন বলেন, অতীতে যারা ক্ষমতায় যাবার জন্য আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করেছে,
ধর্মের দোহায় দিয়ে মানুষের সাথে প্রতারণা করেছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তারা আজ কেউই নেই। তারা ক্ষমতায় থাকলে হাওয়া ভবন বানিয়ে লুটপাট,
জঙ্গিদের প্রশ্রয় দেয়, সার ও বিদ্যুৎ চাইলে গুলি করে মানুষ মারে তাদেরকে এই দেশের জনগণ আর কখনোই ক্ষমতায় দেখতে চায় না।
তিনি ঘরে ঘরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন :