1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বিশ্বে বায়ুদূষণের তালিকায় ঢাকা ১০ নম্বরে — Nobanno TV
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

বিশ্বে বায়ুদূষণের তালিকায় ঢাকা ১০ নম্বরে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৬১ বার পঠিত

বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে উগান্ডার রাজধানী কাম্পালা। দূষণ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। অপরদিকে, রাজধানী ঢাকা রয়েছে ১০ নম্বরে।

শনিবার (৮ জুন) পৌনে ১২টা বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

সূচকে দেখা যায়, কাম্পালার দূষণ স্কোর ১৯০ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দূষণ স্কোর ১৫৩ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির বায়ুর মান অস্বাস্থ্যকর।
আর তালিকায় ১০ নম্বরে থাকা রাজধানী ঢাকার দূষণ স্কোর ১১৪ অর্থাৎ এখানকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের অ্যাজমা, ফুসফুসজনিত জটিলতা রয়েছে তাদের জন্য ঢাকার বায়ু অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

 

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com