বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগে ৩০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ওমানের রাজধানী মাস্কাট থেকে ঢাকাগামী একটি বিমানে এ ঘটনা ঘটে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) পুলিশ এ তথ্য জানায়। খবর এনডিটিভি
মাস্কাট থেকে ভিস্তারা এয়ারলাইন্সের একটি ফ্লাইট মুম্বাই বিমানবন্দরে অবতরণের কিছু আগে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম মোহাম্মাদ দুলাল। তিনি বাংলাদেশের নাগরিক। মাস্কাট থেকে মুম্বাই হয়ে ঢাকা ফিরছিলেন তিনি।
মুম্বাই বিমানবন্দরে অবতরণের আধা ঘণ্টায় আগেই ওই ব্যক্তি এমন হীন কাজ করেন।
দুলার তার সিট থেকে উঠে বিমানবালাকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার চেষ্টা করেন।
মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন,
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে মোহাম্মদ দুলাল নামে এক ব্যক্তি
ভিস্তারা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে এক বিমানবালাকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার চেষ্টা করেন।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, যখন বিমানের অন্যান্য ক্রুরা ও যাত্রীরা এগিয়ে আসেন তখন তিনি তাদের বাধা প্রধান করেন।
প্লেনের ভেতর এমন অসদারচরণ করায় বাংলাদেশি ওই যাত্রীকে হুঁশিয়ারি দেন প্লেনের ওই পাইলটও। কিন্তু এতেও তিনি কর্ণপাত করেননি।
প্লেনটি মুম্বাইয়ে অবতরণ করার পর মোহাম্মদ দুলালকে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় শহর পুলিশ স্টেশনে।
ওই বিমানবালার অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদ দুলালের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়।
এরপর তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর অভিযুক্ত দুলালকে স্থানীয় আদালতে তোলা হয়। সেই আদালত শুক্রবার পর্যন্ত তাকে পুলিশি রিমান্ডে রাখার নির্দেশ দেন।
এ বিষয়ে ভিস্তারা এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়, সাধারণ যাত্রী ও নিজেদের ক্রুদের নিরাপত্তার ক্ষেত্রে তারা সব সময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।