1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বিকেলে বিএনপির সঙ্গে সমমনা দলের বৈঠক — Nobanno TV
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

বিকেলে বিএনপির সঙ্গে সমমনা দলের বৈঠক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৬০ বার পঠিত

আজ বৃহস্পতিবার থেকে যুগপৎ আন্দোলনের কর্মসূচি প্রণয়ন করতে মতামতের জন্য সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে বিএনপি।

আজ বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রথম দিন তিন রাজনৈতিক দল গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম ও গণফোরামের (মন্টু) সঙ্গে পৃথক বৈঠক হবে। এসব বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটির প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক হবে।

অন্যদিকে বুধবার বিএনপির যুগ্ম মহাসচিবদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি, ভারতের সঙ্গে ‘দেশবিরোধী’ চুক্তি, সরকারের দুর্নীতি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে শিগগিরই একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com