1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বগুড়া–৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান নেত্রকোনায় গ্রেপ্তার — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

বগুড়া–৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান নেত্রকোনায় গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

বগুড়া-৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে গ্রেফতার করেছে র‍্যাব ৷

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১৪ একটি তাকে ধরেছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন গত ৪ আগস্ট বগুড়া শহরের কালিতলা এলাকায় সাবেক এ সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুর বাড়িতে কয়েক দফায় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ওইদিন থেকে স-পরিবারে গা ঢাকা দেন তিনি৷

গত ৫ আগস্ট ছাত্র-জনতার সফল গণঅভুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ ১৩টি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়গুলো নিশ্চিত করে র‍্যাব-১৪ অধিনায়ক মো. আলিমুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে রাগেবুল আহসান রিপুকে গ্রেপতার করা হয়েছে। পরে এ নিয়ে বিস্তারিত জানানো হবে৷

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com