নির্বাচনকে সামনে রেখে সরকার চাপে নেই, বরং গণমাধ্যম চাপে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, আমরা খুব চাপটাপের মধ্যে নাই। আসলে এটা ঠিক না।
মিডিয়া মনে হয় চাপে রয়েছে। আমরা যেটাতে বিশ্বাস করি, আমরা একটা স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।
শেখ হাসিনা সরকার বাংলাদেশে নির্বাচন এবং গণতান্ত্রিক ধারাকে টেকসই করেছে।
শেখ হাসিনা কমিটমেন্ট ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন। এটাতে আমরা বিশ্বাস করি। সুতরাং আমরা কোনো চাপে নাই।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রপতির ইন্দোনেশিয়া সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মন্ত্রী।নির্বাচন নিয়ে কোনো চাপ রয়েছে কিনা।
এমন পরিস্থিতিতে নয়া দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে।
দুই সরকারপ্রধানের বৈঠকে নির্বাচন প্রসঙ্গ আসবে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারপ্রধানের বৈঠকগুলো শেষ মুহূর্তে ঠিক হয়।
দুই প্রধানমন্ত্রীর অবশ্যই বৈঠকের সম্ভবনা রয়েছে।
ভারতে আমরা গেলে সাক্ষাতের অবশ্যই সম্ভবনা রয়েছে এবং তারা (শেখ হাসিনা-নরেন্দ্র মোদি) দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন।
সরকার চাপে নয় বরং নিজেদের তাগিদে গ্রহণযোগ্য নির্বাচন করবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা নিজেদের তাগিদে স্বচ্ছ নির্বাচন করব।
কারও চাপের মুখের পড়ে স্বচ্ছ নির্বাচনের কথা চিন্তা করি না।
অন্য যারা আমাদের চাপ দেন তাদের নিজের চেহারা দেখতে পারে, তাদের ওখানেও তো গন্ডগোল।
তাদের ওখানে নির্বাচন নিয়ে সমস্যা। আমরা বাংলাদেশের জনগণের ওপর বিশ্বাস করি।
তারা কখনও ভুল সিদ্ধান্ত নেয় না। ঠিক সময়ে যথার্থ সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন :