1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
নতুন রেকর্ড বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদা‌য়ে — Nobanno TV
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

নতুন রেকর্ড বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদা‌য়ে

নবান্ন
  • আপডেট সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ২৩৬ বার পঠিত
রেকর্ড

দে‌শের দ্বিতীয় বৃহৎ বঙ্গবন্ধু সেতু‌ টোল আদা‌য়ের নতুন রেকর্ড সৃ‌ষ্টি করে‌ছে।

গেল ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌তে তিন কো‌টি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় হ‌য়েছে।

এ সময় সেতুর ওপর দি‌য়ে পারাপার হ‌য়ে‌ছে ৫৫ হাজার ৪৮৮টি প‌রিবহন।

যা বঙ্গবন্ধু সেতু টোল আদায়ে বিগত রেকর্ডকে ভঙ্গ ক‌রে‌ নতুন রেকর্ড গ‌ড়ে‌ছে।

এর আগে গত বছরের ৭ জুলাই সর্বোচ্চ তিন কো‌টি ৩৪ লাখ সাত হাজার ৭০০ টাকা টোল আদায় হ‌য়ে‌ছিল।

এ সময় সেতু পারাপার হ‌য়ে‌ছিল ৪৩ হাজার ৫৯৫‌টি প‌রিবহন।

বুধবার (২৮ জুন) সকাল ৮টায় বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য জানিয়েছেন।

সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, সোমবার (২৬ জুন) রাত ১২টা থেকে মঙ্গলবার (২৭ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দি‌য়ে পারাপার হ‌য়ে‌ছে ৫৫ হাজার ৪৮৮টি প‌রিবহন।

এর ম‌ধ্যে শুধুমাত্র মোটরসাইকেল পারাপার হ‌য়ে‌ছে ১৪ হাজার ১২৩‌টি।

এর‌ বিপ‌রীতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে তিন কো‌টি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

এতে উত্তরব‌ঙ্গের দি‌কে বে‌শি প‌রিবহন সেতু পার হ‌য়ে‌ছে।

দেখা গে‌ছে, এই ২৪ ঘণ্টায় ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা উত্তরবঙ্গগামী সেতু পার হ‌য়ে‌ছে ৩৬ হাজার ৪৯১‌টি প‌রিবহন।

এতে টোল আদায় হ‌য়ে‌ছে দুই কো‌টি ৬৬ লাখ ৯ হাজার ৭৫০ টাকা।

এছাড়া উত্তরবঙ্গ থে‌কে ঢাকাগামী প‌রিবহন সেতু পার হ‌য়ে‌ছে ১৮ হাজার ৯৯৭‌টি।

এতে টোল আদায়ের পরিমাণ এক‌ কো‌টি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com