1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
জাতীয় সংসদের ২৪তম অধিবেশন আগামী ৩ সেপ্টেম্বর — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

জাতীয় সংসদের ২৪তম অধিবেশন আগামী ৩ সেপ্টেম্বর

নবান্ন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১০২ বার পঠিত
জাতীয় সংসদের ২৪তম অধিবেশন আগামী ৩ সেপ্টেম্বর

আগামী ৩ সেপ্টেম্বর (রবিবার) জাতীয় সংসদের ২৪তম অধিবেশন বসবে। ওইদিন বিকেল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন বলে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,

অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি নির্ধারণ করা হবে।

অন্যান্য বছরগুলোর মতো এই অধিবেশন সংক্ষিপ্ত হলে পরবর্তীতে আরো একটি অধিবেশন বসবে।

তবে অধিবেশন দীর্ঘ হলে এটিই হবে চলতি সংসদের শেষ অধিবেশন।

আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত এই অধিবেশনের মেয়াদ রয়েছে।

সংবিধানে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে।

 

এর আগে, চলতি সংসদের ২৩তম অধিবেশন গত ৬ জুলাই শেষ হয়।

একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে নতুন অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সে হিসাবে সেপ্টেম্বরের অধিবেশনের পর আর সংসদের অধিবেশন না ডাকলেও চলবে।

সে ক্ষেত্রে এটিই হবে চলতি সংসদের শেষ অধিবেশন।

 

আরও বলেন:

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com