1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
জাতীয় নির্বাচনে দেশের আয় বাড়ে : পরিকল্পনামন্ত্রী — Nobanno TV
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনে দেশের আয় বাড়ে : পরিকল্পনামন্ত্রী

নবান্ন
  • আপডেট সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৭৯ বার পঠিত
জাতীয় নির্বাচনে দেশের আয় বাড়ে : পরিকল্পনামন্ত্রী

জাতীয় নির্বাচনে দেশের আয় বাড়ে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, নির্বাচন এলে প্রার্থীরা টাকা খরচ করেন, তাই বেচা-কেনাও বাড়ে।

বুধবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে এক লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ৪২৫ কেজি রুই মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে আন্দোলনের নামে যদি দেশে নাশকতা, অগ্নিকাণ্ড,

সরকারি অফিস আদালতে হামলা ও সড়ক পথে আক্রমণ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়,

তাতে দেশের মানুষের ক্ষতি হবে এবং দেশে অর্থনৈতিক প্রভাব পড়বে।

নিত্যপণ্যের বাজার সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, কিছু দিনে আগে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ছিল তা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

সার্বিকভাবে গত ছয় মাস থেকে বর্তমানে দেশের বাজারগুলো থেকে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে।

আরও কমানোর জন্য সরকার প্রতিনিয়ত কাজ করছে।

তিনি বলেন, গত দুই থেকে তিন মাসে চালের দাম কমেছে, তেলের দাম স্থিতিশীল, সবজি, চাল ও তেলসহ ইত্যাদি পণ্যের দাম আগের তুলনায় অনেকটা কম।

কেননা, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবসময় কাজ করছে।

যখনই কোনো পণ্যের দাম বাড়ে সরকার সর্বোচ্চ তৎপরতা দেখায়।

পেঁয়াজের দাম বাড়লে সরকার বাইরে থেকে পেঁয়াজ আমদানি করে।

সুতরাং পেঁয়াজের দাম আর বাড়ার কোনো সুযোগ নেই।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com