ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়া সহযোগিতা সংস্থা আসিয়ান জোটের ৪৩তম এ শীর্ষ সম্মেলন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আসিয়ানের চেয়ার জোকো উইদোদোর আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
তিন দিনব্যাপী এ সম্মেলনে আসিয়ানের সদস্য দেশ ও এর সহযোগী দেশগুলো ছাড়াও বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ অংশ নিচ্ছেন।
আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী অধ্যাপক ড. রেবেকা সুলতানা জাকার্তা কনভেনশন সেন্টারে
পৌঁছালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তাঁদের স্বাগত জানান।
প্রথম দিন মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া।
এসব সেনা কর্মকর্তাদের তৈরি প্রতিবন্ধকতা অভ্যুথ্থান পরবর্তী দুই বছরে শান্তি পুনরুদ্ধারের পরিকল্পনা বাস্তবায়নে বাধা দিয়েছে বলে জানিয়েছে দেশটি।
আগামীকাল বুধবার (৬ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দেওয়া নৈশভোজে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
পরের দিন বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জাকার্তার কনভেনশন সেন্টারে ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
এ ছাড়া ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে রাষ্ট্রপতির।
এর আগে সোমবার এক বৈঠকে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মিয়ানমারের রাজনৈতিক সংকট নিয়ে পাঁচ দফা শান্তি পরিকল্পনায় সম্মত হন।
বিশ্লেষকদের ধারণা, মিয়ানমার সংকটসহ নানা কারণে জোটভুক্তদের মধ্যে অনৈক্য আগের চেয়ে বেড়েছে।
ফলে সম্মেলন এবারও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হবে বলে ধারণা বিশ্লেষকদের। সম্মেলনটি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
জাকার্তায় সম্মেলন শেষে রাষ্ট্রপতি আগামী ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যাবেন। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন :