1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
খালেদা জিয়াকে তার জীবন ও সংগ্রামের বই হস্তান্তর — Nobanno TV
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে তার জীবন ও সংগ্রামের বই হস্তান্তর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৭২ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ওপর আত্মজীবনীমূলক বই তাকে উপহার দেওয়া হয়েছে।

প্রয়াত সাংবাদিক মাহফুজউল্লাহর লেখা ‘বেগম খালেদা জিয়া- হার লাইফ, হার স্টোরি’ বইয়ের বাংলা অনুবাদ করেছেন তার ভাই ড. মাহবুব উল্লাহ। অনুদিত বইটির নামকরণ করা হয়েছে ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’।

শনিবার গুলশানের ফিরোজায় খালেদা জিয়ার কাছে বইটি হস্তান্তর করা হয়। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. মাহবুব উল্লাহ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রিতা উপস্থিত ছিলেন।

এদিকে সর্বশেষ গত শনিবার (৩০ মার্চ) গভীর রাতে হঠাৎ বমি করেন বেগম খালেদা জিয়া। অবনতি হয় তার শারীরিক অবস্থার। এরপর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরে তাকে সিসিইউতে নেয়া হয়। অবস্থার উন্নতি হলে মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। আপাতত বাসায় তার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com