ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার পার্টির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে মেননের নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন গণমাধ্যমকে বলেন, রাশেদ খান মেননকে তার বনানীর বাসা থেকে ৫টা ১৫ মিনিটে ডিবি পরিচয়ে গ্রেফতার করা হয়েছে। যেহেতু উনাকে ডিবি গ্রেফতার করেছে, তাই ডিবি কার্যালয়ে থাকার কথা।
নবান্ন টিভি
Related