1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
৮০৭টি ছাগল দিয়ে এবার তৈরি করা হলো মেসির মুখের আকৃতি — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন

৮০৭টি ছাগল দিয়ে এবার তৈরি করা হলো মেসির মুখের আকৃতি

নবান্ন
  • আপডেট সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৩২ বার পঠিত
ছাগল

কাতার বিশ্বকাপ জয়ের পরে আর্জেন্টিনাইন তারকা লিওনেল মেসিকে সর্বকালের সেরা হিসেবে আখ্যা দিয়েছেন ভক্তরা। ইংরেজিতে বলা হয় গ্রেটেস্ট অব অল টাইম, যা সংক্ষেপে গোট বা ছাগল।

এবার সেই ছাগল দিয়ে তৈরি হলো মেসির মুখের আকৃতি।

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে অভিষেকের আগে মেসির গোল সংখ্যা ছিল ৮০৭টি।

তাই তার মুখের আকৃতি তৈরিতে ব্যবহার করা হয় ৮০৭টি ছাগল।

কাজটি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠান লেইস।

মূলত আর্জেন্টাইন তারকার প্রতি সম্মান জানাতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

সম্প্রতি প্রতিষ্ঠানটি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে।

যেখানে দেখা যায়, এক ব্যক্তি অনেকগুলো ছাগল জড়ো করার চেষ্টা করছেন।

সে সময়ে ওপর থেকে ছবি নেয়া হয়। যা দেখতে অবিকল মেসির মুখের মতো।

ছাগল দিয়ে মেসির মুখের আকৃতি তৈরির ঘটনা অল্প সময়ের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল টপিকে পরিণত হয়।

এ বছরের জুনে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি।

গত ২২ জুলাই লিগ কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মিয়ামির জার্সিতে অভিষেক হয় বিশ্বকাপজয়ী তারকার।

ম্যাচটিতে গোল করে দলকে জেতান মেসি।

এরপরে বুধবার (২৬ জুলাই) নিজের দ্বিতীয় ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করেন মেসি।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com