৩৯ বছর বয়সেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেইসঙ্গে একের পর এক গোল করে যাচ্ছেন এই পর্তুগিজ সুপারস্টার। স্বীকৃত ফুটবলে এখন পর্যন্ত ৮৯৯ গোলের গোল করেছেন তিনি। ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে রয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
তবে এখানেই থামতে চান না রোনালদো। ১ হাজার গোল করতে চান তিনি। ‘ইউর ক্রিশ্চিয়ানো’ নামে খোলা নিজের ইউটিউব চ্যানেলে ইংল্যান্ডের কিংবদন্তি ডিফেন্ডার ও ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের সাবেক সতীর্থ ও বন্ধু রিও ফার্ডিনান্ডকে দেওয়া সাক্ষাৎকারে এই ইচ্ছের কথা জানিয়েছেন রোনালদো।
সৌদি ক্লাব আল নাসরের এই তারকা বলেন, ‘আমি ১০০০ গোল করতে চাই। চোটে না পড়লে এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এটা চাই। ফুটবলে তাড়া করার জন্য এটাই আমার কাছে সেরা মাইলফলক। প্রথমে ৯০০ গোল, তারপর আমার চ্যালেঞ্জ হলো ১০০০ গোল করা।’
ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আছেন কিংবদন্তি পেলে ও আলফ্রেড ডি স্টেফানো। তাদের সঙ্গে নিজের গোলসংখ্যার পার্থক্য টেনে রোনালদো বলেন, ‘আমি যত গোল করেছি সেগুলোর ভিডিও আছে। আমি তাদের (পেলে, ডি স্টেফানো) সবাইকেই সম্মান করি। তবে যদি তুমি (ফার্ডিনান্ড) আরও গোল চাও, অনুশীলনেরগুলো যোগ করতে পারো। তারপর হয়তো লোকের কাছে নিজেকে প্রমাণ করতে পারব। তারা এই খেলোয়াড়কে পছন্দ করে নাকি ওই খেলোয়াড়ই সেরা। এটা নিয়ে আমি ভাবি না।’
সৌদি প্রো লিগ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘কোনো দেশই নিখুঁত নয়। আমার জন্য মানিয়ে নেওয়াটা সহজ ছিল এবং আমি সত্যিই সেখানে থাকতে ভালোবাসি। আমার মনে হয় লিগ খুব খুব ভালো।’
নবান্ন টিভি
Related