1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ — Nobanno TV
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৩ বার পঠিত
সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি ম্যাচ জিতে ইতোমধ্যে এগিয়ে আছে সফরকারীরা। আজকের ম্যাচ হারলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে টাইগারদের।

প্রথম ম্যাচে দাপুটে বোলিংয়ে অল্পতেই নিউজিল্যান্ডকে আটকে দিয়েছিল বাংলাদেশ। তবে বৃষ্টির বাধায় খেলা আর মাঠে না গড়ায় ফলাফল হয়নি সেই ম্যাচের।

দ্বিতীয় ম্যাচে ঠিকঠাক লড়াই করতে পারেনি টাইগাররা। ওই ম্যাচে মাত্র ১৬৮ রানে গুটিয়ে গিয়ে ৮৬ রানে হারে লাল সবুজের প্রতিনিধিরা।

তৃতীয় ম্যাচের আগে বাংলাদেশ দলে এসেছে একাধিক পরিবর্তন। খেলবেন না নিয়মিত ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।

আর লিটনের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে স্কোয়াডের বাইরে থাকা নাজমুল হোসেন শান্তকে।

 

এছাড়াও দলে ফিরেছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

পেটের সমস্যায় ভোগার কারণে তাসকিন খেলছেন না। বিকল্প হিসেবে রাখা হয়েছে খালেদ আহমেদকে।

দলের সঙ্গে গতকাল অনুশীলনও করেছেন তিনি। দ্বিতীয় ম্যাচের একাদশেও ছিলেন ডানহাতি এই পেসার।

সিরিজ বাঁচাতে বাংলাদেশ চাপে থাকলেও নির্ভার সফরকারী নিউজিল্যান্ড। কারণ তাদের সিরিজ হারানোর কোনো সম্ভাবনা নেই।

নিউজিল্যান্ড সিরিজ জয়ে মরিয়া হলেও এই ম্যাচের ফলাফল বিশ্বকাপে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

 

সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘যেকোনো সময় জয় খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় দেশের হয়ে খেলাটা অনেক গর্বের।

তাই দেশের হয়ে আমরা যখন ম্যাচ জিতব তখন সেটা দেশের জন্যই ভালো হবে।

আমার কাছে মনে হয় যে, সামনে বিশ্বকাপ আছে, এই ম্যাচ যদি আমরা জিতি তাহলে তো অবশ্যই ভালো লাগা কাজ করবে।

কিন্তু যদি খারাপ ফলাফলও হয় তা খুব বেশি যে আমাদের বিশ্বকাপে প্রভাব ফেলবে এটা আমার কাছে মনে হয় না।

 

প্রতিটি ম্যাচ আমরা জেতার জন্যই খেলি এবং যে টিমের বিপক্ষে খেলি, যে অবস্থায়ই খেলি না কেন আমরা জেতার জন্যই খেলি এবং সেভাবেই খেলার চেষ্টা করি।’

সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড।

এরপর ২০১০ সালে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এবং ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় নিউজিল্যান্ড।

 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:

লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, উইল ইয়ং, চ্যাড বোস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাকেঞ্চি, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট ও ইশ শোধি।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com