1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
সাকিব আল হাসানের রহস্যজনক স্ট্যাটাস কি সত্যিই বিজ্ঞাপন!! — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

সাকিব আল হাসানের রহস্যজনক স্ট্যাটাস কি সত্যিই বিজ্ঞাপন!!

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৬০ বার পঠিত
সাকিব আল হাসানের রহস্যজনক স্ট্যাটাস কি সত্যিই বিজ্ঞাপন!!

কয়েক দিন পরই এশিয়া কাপ। বিশ্বকাপেরও বাকি ৪১ দিনের মতো। অংশগ্রহণকারী সবগুলো দেশের মতো বাংলাদেশও স্বপ্ন দেখছে বিশ্বকাপ-এশিয়া কাপ জয়ের। কোটি কোটি বাঙালিকে যারা সেই স্বপ্ন দেখাচ্ছেন তাদের প্রধান সাকিব আল হাসান। বাংলাদেশ দলের অধিনায়ক।

অথচ বৃহস্পতিবার (২৪ আগস্ট) মধ্যরাতে হুটকরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সাকিব।

যা নিয়ে গোটা দেশে হইচই পড়ে যায়। রাত ১১টার পর সাকিবের ফেসবুকে ঘোষণা দেন, তিনি আর খেলবেন না

। সাকিবের পেজে লেখা হয়, ‘আমি আর খেলবো না। কে খেলবে জানাচ্ছি…।’

এমন স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু হুট করে এমন স্ট্যাটাস কেন সাকিবের? সাধারণ সমর্থক, সাকিব ভক্তদের মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া।

দেশের ক্রিকেট ভক্তরা জানতে চেয়েছেন কী হয়েছে। সাকিবও কী তাহলে অবসরের বার্তা দিচ্ছেন? নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত এই রহস্যের পেছনের ঘটনা আনুষ্ঠানিকভাবে জানায়নি সাকিব। তার পেজেও এখন পর্যন্ত আর কোনো নতুন পোস্ট আসেনি।

 

তবে সাকিব আল হাসানের এই ঘোষণা ক্রিকেট ছাড়ার বার্তা নয় এটা প্রায় নিশ্চিত। দেশি-বিদেশি অনেক নামিদামি প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর সাকিব আল হাসান।

বহু প্রতিষ্ঠানে বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেন। এবারের ঘটনাও তেমন।

 

খোঁজ নিয়ে জানা গেছে, সাকিব আল হাসানের স্ট্যাটাসটি আসলে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’’-এর একটি বড়সড় আয়োজনের ক্যাম্পেইন।

নগদ থেকে মোবাইল রিচার্জ করলে প্রতি সপ্তাহে গাড়ি পুরস্কারের ঘোষণা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

একই সঙ্গে বিশ্বকাপের টিকেট, সেন্টমার্টিনে ২ দিন হলিডে উদযাপনসহ হাজার হাজার পুরস্কারের ঘোষণা থাকবে এই ক্যাম্পেইনে।

তাই ধারণা করা হচ্ছে সাকিবের ওই স্ট্যাটাসটি নগদের বিজ্ঞাপনকে ঘিরে।

 

সূত্রমতে, নগদের এই ক্যাম্পেইন শুরু হবে ২৫ আগস্ট (শুক্রবার) থেকে।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে নগদ থেকে মোবাইল রিচার্জ করলে পুরস্কার পাওয়ার সুযোগ থাকবে।

নগদের এই ক্যাম্পেইনের বিজ্ঞাপনে সাকিবের ছবিও রয়েছে।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com