1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
সাকিবকে ওয়ানডে দলে রাখতে ‘না’ করেছে বিসিবি — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

সাকিবকে ওয়ানডে দলে রাখতে ‘না’ করেছে বিসিবি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা দেশের মাটিতে খেলে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় নিরাপত্তা নিয়ে সরকারের সবুজ সংকেত না পাওয়ায় দেশের মাটিতে খেলা হয়নি সাকিবের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ। আগেই ইতি টেনেছেন টি-টোয়েন্টি থেকে। এবার বাকি শুধু ওয়ানডে অধ্যায়। এবারও সেটিং শঙ্কার মুখে।

সাকিব আল হাসান বহুবার জানিয়েছেন দেশের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজের শেষ ম্যাচ খেলতে চান তিনি। এবার সেই ইচ্ছেও পূরণ না হওয়ার শঙ্কার মুখে। চ্যাম্পিয়নস ট্রফির আগে যেই একটিমাত্র ওয়ানডে সিরিজ বাকি আছে বাংলাদেশের। সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে সাকিবের না থাকার জোর গুঞ্জন রয়েছে।

আর এটি যদি সত্যি হয়, তবে সাকিবের চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলার সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ সাকিব না চাইলেও তখন দেশের জার্সিতে তার এমনিতেই ফুলস্টপ টানা হয়ে যাবে। আর সেই ফুলস্টপটা টানবে খোদ বিসিবি। সে রকমই আভাস মিলছে।

বিসিবি সূত্র জানা গেছে, চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডের জন্য যেই দল ঘোষণা করা হবে। তা এরইমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। আর সেই দল বোর্ডের কাছে জমাও দেওয়া হয়েছে। তবে সেই দলে নেই সাকিবের নাম। সাকিবকে দলে না রাখতে নাকি নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকেই। নয়তো দলে জায়গা না পাওয়ার কোনো কারণ-ই নেই সাকিবের।

কেন রাখা হয়নি সাকিবকে? এ নিয়ে যখন নানা প্রশ্ন; তখন জানা গেছে- ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার ব্যাপারে সাকিব কিছু শর্ত দিয়েছিলেন বিসিবিকে। বিসিবি তাতে সাড়া দেয়নি, তাই সাকিবেরও খেলার সম্ভাবনা নেই ৮ ডিসেম্বর শুরু ওয়ানডে সিরিজে।

বর্তমানে বাংলা টাইগার্সের হয়ে আবুধাবি টি-টেন লিগে খেলছেন তারকা এই ক্রিকেটার। এরপর হয়তো আরও কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যাবে তাকে। তবে বিপিএলে সাকিবকে দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই। আর সেটি হলে দেশের মাটিতে বসে সাকিবের খেলা দেখার শেষ ইচ্ছেটা পূরণ নাও হতে পারে তার ভক্তদের।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com