এশিয়া কাপ মিশনে নিজেদের শেষ ম্যাচে ভারতকে মোকাবিলা করতে শ্রীলঙ্কায় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তবে দলের সঙ্গে নেই অধিনায়ক সাকিব আল হাসান। শো-রুম উদ্বোধন করতে টাইগার শিবির ছেড়ে তিনি এসেছেন ঢাকায়।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে বাজে হারের পর আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে কোনো রকম সুপার ফোর নিশ্চিত করেছে সাকিব বাহিনী।
এখানেও চার দলের লড়াইয়ে সবচেয়ে পিছিয়ে লাল সবুজের প্রতিনিধিরা। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে আসর থেকে প্রায় ছিটকে গেছে বাংলাদেশ।
আসরে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভারতের মোকাবিলায় মাঠে নামবে সাকিব-তাসকিনরা।
এশিয়া কাপে আশা অনেকটা শেষ হয়ে গেলেও, বিশ্বকাপ ভাবনায় এ ম্যাচটাও গুরুত্বপূর্ণ বাংলাদেশের।
অথচ এ ম্যাচ নিয়ে যেন কোনো ভাবনা নেই অধিনায়ক সাকিবের। দলকে শ্রীলঙ্কায় রেখে তিনি ঢাকায় এসেছেন শো-রুম উদ্বোধন করতে।
শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর দিনই রোববার (১০ সেপ্টেম্বর) তিনি সতীর্থ মুশফিকুর রহিমের সঙ্গে দেশের বিমান ধরেন।
মুশফিক অবশ্য এসেছেন পারিবারিক কারণে। কিন্তু সাকিব এসেছেন বাণিজ্যিক কাজে।
জানা গেছে, একটি প্রতিষ্ঠানের শো-রুম উদ্বোধনে ঢাকায় এসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
উদ্বোধন করতে যাওয়া প্রতিষ্ঠানটির নাম ‘আল আমিন কেমিক্যালস’।
সেই প্রতিষ্ঠানটির শেয়ারের মালিকানা আছে সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট এবং মোনার্ক এক্সপ্রেসের।
জাতীয় দলের খেলা চলাকালীন সাকিবের এমন বাণিজ্যিক কাজে জড়ানো অবশ্য নতুন কিছু নয়।
এর আগে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীনও দল থেকে আলাদা হয়ে বিজ্ঞাপনের কাজে সময় দিয়েছিলেন সাকিব।
খেলা চলাকালীন তার এমন কর্মকাণ্ড নিয়ে সমালোচনাও কম হয়নি। কিন্তু সে সব সমালোচনা গায়ে মাখেন না সাকিব।
এসব নিয়ে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও আসেনি কোনো বার্তা। তা না হলে কী আর দলকে শ্রীলঙ্কায় রেখে তিনি ঢাকায় শো-রুম উদ্বোধন করতে আসতেন!