বাংলাদেশের কোনো বোলারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ উইকেট ছিলো না। হিউস্টনে সেই অভাব ঘোচালেন মোস্তাফিজুর রহমান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৪ ওভারে ১০ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।
আর এ ম্যাচেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইটওয়াশও এড়িয়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়েছে টাইগাররা।
শনিবারের ম্যাচে মুস্তাফিজের বোলিংয়ের পর ব্যাটিংয়ে জ্বলে ওঠেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। স্বাগতিকদের ১০৫ রানের টার্গেট কোনো উইকেট না হারিয়ে মাত্র ৭০ বলেই টপকে যায় বাংলাদেশ।
হিউস্টনে প্রথম দুই ম্যাচে খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশকে। তৃতীয় ম্যাচে এসে বাংলাদেশ বুঝতে পেরেছে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া কিংবা ভারত নয়, তারা খেলছে টি-টোয়েন্টির নবিন দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। প্রথম ম্যাচে ব্যর্থ ছিলেন বোলাররা। দ্বিতীয় ম্যাচে ডুবিয়েছেন ব্যাটসম্যানরা। এই ম্যাচে জ্বলে উঠলো বাংলাদেশের দুই ডিপার্টমেন্টই।
২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে বাঁহাতি স্পিনার ইলিয়াস সানির ১৩ রানে ৫ উইকেট ছিল আগের সেরা বোলিং। সব মিলিয়ে এই সংস্করণে সেরা বোলিংয়ের তালিকায় মুস্তাফিজের অবস্থান সপ্তম। গত বছর চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নিয়ে সবার ওপরে মালয়েশিয়ার সিয়াজরুল ইদরুস।