1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
লা লিগায় ২ ম্যাচ নিষিদ্ধ বেলিংহাম — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

লা লিগায় ২ ম্যাচ নিষিদ্ধ বেলিংহাম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৭৬ বার পঠিত

রেফারির সঙ্গে বাদানুবাদের সময় প্রকাশের অযোগ্য শব্দ ব্যবহার করায় রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহামকে লা লিগায় ২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আজ দেশটির সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ বেলিংহামের শাস্তির বিষয়টি জানিয়েছে।

লা লিগায় গত শনিবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে ২–২ গোলে ড্র করে রিয়াল। যদিও ম্যাচের যোগ করা সময়ে হেডে গোল করেছিলেন ইংলিশ তারকা বেলিংহাম। গোলটি হলে রিয়ালই জিতে যেত। কিন্তু হেডে তাঁর গোল এবং রেফারি হেসুস গিল মানজানোর শেষ বাঁশি—দুটিই একসঙ্গে ঘটে। কিন্তু রেফারি মানজানো গোলটিকে বিবেচনায় না নিয়ে খেলা শেষের ঘোষণা দেন।

এতে রিয়ালের খেলোয়াড়েরা দৌড়ে এসে ঘিরে ধরেন রেফারি মানজানোকে। এ সময় বেলিংহাম প্রকাশের অযোগ্য শব্দ ব্যবহার করে মানজানোকে বলেন, বলটি তখন বাতাসে ছিল। অর্থাৎ, শেষ বাঁশি বাজার আগে আক্রমণটি শেষ হওয়ার সুযোগ দেননি রেফারি।

কথার মাঝে গালি ব্যবহারের কারণে সে রাতে লাল কার্ড দেখেন বেলিংহাম। এবার পেলেন ২ ম্যাচের নিষেধাজ্ঞা। এর অর্থ লা লিগায় আগামী ১০ মার্চ ঘরের মাঠে সেল্‌তা ভিগোর বিপক্ষে এবং ১৬ মার্চ ওসাসুনার মাঠে খেলতে পারবেন না তিনি।

শনিবার ম্যাচ শেষেই লা লিগা কর্তৃপক্ষের কাছে বেলিংহামের বিরুদ্ধে অভিযোগ দেন রেফারি মানজানো। তিনি বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পরও সে (বেলিংহাম) মাঠেই দাঁড়িয়ে ছিল এবং আক্রমণাত্মক মেজাজে আমার দিকে দৌড়ে এসেছিল। এরপর অকথ্য ভাষায় বলেই যাচ্ছিল ওইটা গোল হয়েছিল।’

‘মুন্দো দেপোর্তিভো’ বলছে, স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের আচরণবিধির ১২৪ ধারার ওপর ভিত্তি করে বেলিংহামকে শাস্তি দিয়েছে। এই ধারায় বলা হয়েছে, ‘কেউ রেফারিকে অবমাননা বা অবজ্ঞার মনোভাব নিয়ে সম্বোধন করলে অথবা এটি আরও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত না হলে দুই থেকে তিন ম্যাচ অথবা সর্বোচ্চ এক মাস নিষিদ্ধ হবে।’ ধারা অনুযায়ী বেলিংহাম ন্যূনতম শাস্তি পেয়েছেন।

রিয়াল কর্তৃপক্ষ বেলিংহামের শাস্তি বাতিল চেয়ে শৃঙ্খলা কমিটির কাছে আবেদন করবে বলেও জানিয়েছে ‘মুন্দো দেপোর্তিভো’।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com