1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
রাজস্থানের কাছে বড় ব্যবধানে হারলো পাঞ্জাব — Nobanno TV
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

রাজস্থানের কাছে বড় ব্যবধানে হারলো পাঞ্জাব

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩৭ বার পঠিত

এবারের আইপিএলে তৃতীয় ম্যাচে এসে হারের দেখা পেল পাঞ্জাব কিংস। শনিবার রাতে রাজস্থান রয়্যালসের কাছে তারা ৫০ রানের বড় ব্যবধানে হেরেছে তারা।

শনিবার মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে রাজস্থান রয়্যালস। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানে থেমে যায় পাঞ্জাবের ইনিংস।

জয়ের জন্য ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ইম্প্যাক্ট ব্যাটার প্রিয়ানশ আরিয়ার উইকেট হারায় কোনো রান না তুলেই। পাঞ্জাবের বিপর্যয় সেখানে শুরু। প্রাবশিরাম সিং আউট হন ১৭ রান করে। অধিনায়ক স্রেয়াশ আয়ার আউট হন ১০ রান করে। ১ রান করে বিদায় নেন মার্কাস স্টয়নিস।

শুধুমাত্র নেহাল ওয়াধেরা ৪১ বলে সর্বোচ্চ ৬২ রান করেন। গ্লেন ম্যাক্সওয়েল করেন ৩০ রান। শশাঙ্ক সিং অপরাজিত থাকেন ১০ রান করে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে সক্ষম হয় পাঞ্জাব। ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন রাজস্থানের পেসার জোফরা আরচার।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২০৫ রান করে রাজস্থান। ওপেনার জসস্বি জয়সওয়াল করেন ৪৫ বলে ৬৭ রান। ৪৩ রান করেন রায়ান পরাগ এবং ৩৮ রান করেন সাঞ্জু স্যামসন।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com