লিওনেল মেসির পায়ের জাদুতে বুঁদ হয়ে আছে গোটা যুক্তরাষ্ট্র। বিশ্বজয়ের পর মেজর লিগ সকারের ক্লাবটিতে যোগ দিয়েই অসাধ্য সাধন করেছেন তিনি। প্রথমবারের মত ডেভিড বেকহামের দলকে নিয়ে গেছেন লিগস কাপের ফাইনালে।
এমনকি আর্জেন্টাইন অধিনায়কের জাদুর স্পর্শেই এ টুর্নামেন্টের শিরোপাও জিতে নেয় মিয়ামি। এরপর ইউএস ওপেন কাপের ফাইনালেও পৌঁছেছে টাটা মার্টিনোর দল।
তবে এতোদিন মিয়ামির হয়ে দুর্দান্ত খেললেও এমএলএস এ কোনো ম্যাচ খেলা হয়নি তাঁর। অবশেষে আজ সে অপেক্ষার অবসান হয়েছে।
নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে আজ লিগ ম্যাচে অভিষেক হয়েছে তাঁর। আর তাতে দুর্দান্ত এক গোলও পেয়েছেন তিনি। ফলে ২-০ গোলের জয় পেয়েছে মিয়ামি।
মিয়ামির হয়ে এমএলএসে প্রথম ম্যাচে মেসির দুর্দান্ত পারফরম্যান্সের পর আনন্দে ভাসছে তার ভক্ত সমর্থকরা, বাদ যায় নি তার পরিবারের সদস্যরাও।
তবে এই আনন্দ উদযাপন করতে গিয়ে ভুল করে বসেছিলেন মেসির সহধর্মীনি আন্তোনেলা রোকুজ্জো।
বার্সায় মেসির সতীর্থ হিসেবে প্রায় এক যুগ একসঙ্গে খেলেছেন জর্দি আলবা। মেসির সঙ্গে তার সম্পর্কটা বন্ধুত্বের। মেসির পারিবারিক প্রায় সব অনুষ্ঠানেই দেখা মেলে আলবার।
মেসির যোগদানের পর মিয়ামিতে আসেন আলবাও। দুই পুরনো সতীর্থ মিলে জুটি গড়ে আজ দলের হয়ে দ্বিতীয় গোল করেছেন।
তবে ম্যাচ শেষে মেসিকে জড়িয়ে ধরতে দৌড়ে দলের উদযাপনের কাছে যান তার রোকুজ্জো। সেখানে যেতেই রোকুজ্জোকে দেখে ছুটে আসেন জর্দি।
এসেই মেসির সহধর্মীনিকে জড়িয়ে ধরেন। এসময় রোকুজ্জো জর্দিকে মেসি ভেবে প্রায় চুমু দিতে বসেছিলেন।
পরক্ষণে ভালো করে নজর পরতেই দেখেন জর্দি আলবা। তবে বিষয়টি যে মজার ছলেই করেছেন জর্দি সেটিও পরিষ্কার হয়েছে।
এ ঘটনার পর জর্দি মেসির সন্তানদেরও জড়িয়ে ধরেছেন।
No way Antonella got confused between Messi and Jordi Alba ☠️ pic.twitter.com/b6oDQ1vuUa
— (@Futbol_DAM) August 26, 2023
আরও পড়ুন :