রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম দিনেও বৃষ্টির বাগড়া ছিল। তবে দ্বিতীয় সেশন থেকে হয়েছিল খেলা। দ্বিতীয় টেস্টে তাও হলো না৷ অবিরাম বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
রাওয়ালপিন্ডিতে এই সময়ে বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। সূচিতে শুরুতে এই টেস্ট হওয়ার কথা ছিল করাচিতে, যেখানে এই মুহূর্তে আবহাওয়া বেশ ভালো আছে। ফবে করাচি স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় দুটি টেস্টই হচ্ছে রাওয়ালপিন্ডিতে।
স্থানীয় আবহাওয়া পূর্বাভাস যা বলছে, তাতে দ্বিতীয় ও তৃতীয় দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ফের হানা দিতে পারে চতুর্থ ও পঞ্চম দিনে।
সকাল থেকেই টানা বৃষ্টির কারণে টসও হয়নি। ফলে বাংলাদেশ একাদশে কে কে থাকছেন, তা জানতে অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত। পাকিস্তাম একদিন আগেই ১২ জনের চূড়ান্ত ঘোষণা করেছে। সেখানে চমক জাগিয়ে স্বাগতিকরা বাদ দিয়েছে তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে।
আগের টেস্টে ইতিহাস গড়ে প্রথমবার পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। ১০ উইকেটের সেই জয়ে এখন সিরিজ জয়ের হাতছানি আছে বাংলাদেশ দলের সামনে।
নবান্ন টিভি
Related