1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
বিশ্বকাপের জন্য ২৩ ক্রিকেটারের ভিসা — Nobanno TV
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

বিশ্বকাপের জন্য ২৩ ক্রিকেটারের ভিসা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১০৭ বার পঠিত

মাত্র দুই মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্ব আসরের জন্য ইতোমধ্যে তোড়জোড় চালানো শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। বাংলাদেশও পিছিয়ে নেই। বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়রা এখন ব্যস্ত ভিসা সংগ্রহের কাজে। বিশ্বকাপের মূল দলে ১৫ জন রাখার নিয়ম থাকলেও যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছেন ২৩ জন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভিসা কার্যক্রম সারতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে যান ক্রিকেটাররা। এদিন ঢাকা প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ না থাকায় একসঙ্গেই যেতে পেরেছেন সবাই। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি দলের খেলোয়াড়দের বাইরে দূতাবাসে গেছেন আফিফ হোসেন, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, জাকির হাসান। ভিসার কাজ সারতে আইপিএল থেকে ফেরা মুস্তাফিজুর রহমানও ছিলেন দলের সঙ্গেই।

আগে থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আছে সাকিব আল হাসান, সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন ও নুরুল হাসানের। তাই এই ৫ জন এদিন ছিলেন না দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে। সব মিলিয়ে মোট ২৮ জন ক্রিকেটারের ভিসা প্রস্তুত রাখা হচ্ছে বিশ্ব আসরের আগে।

২৮ সদস্যের এই দলটা অনেকটা বিশ্বকাপের প্রাথমিক দলের মতোই। এখান থেকেই নির্বাচন করা হবে চূড়ান্ত ১৫ ক্রিকেটার। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এ প্রসঙ্গে বলেন, ‘ভিসা তো ২৭-৩০ জনের মতো করে রাখা হচ্ছে। এখান থেকে চূড়ান্ত ১৫ জানতে পারবেন পরে। ঈদের পর নির্বাচক, কিছু খেলোয়াড়, ক্রিকেট অপারেশনস, আমরা সবাই বসব। আমরা রিভিউ করব।’

বিশ্বকাপের আগে মাঠের ক্রিকেটে বেশ ব্যস্ত সময় কাটাবেন ক্রিকেটাররা। ঈদের ছুটিতে যাওয়ার আগে ৭ এপ্রিল পর্যন্ত প্রিমিয়ার লিগের খেলা চলবে। ১৫ এপ্রিল থেকে শুরু লিগের দশম রাউন্ড। প্রিমিয়ার লিগের ধকল শেষ হওয়ার আবার জিম্বাবুয়ে সিরিজ। সব ঠিক থাকলে ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে সিকান্দার রাজার দল। তাদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ শেষ করে বিশ্বকাপের ঠিক আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষেও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

বিশ্বকাপের জন্য ভিসার আবেদন করেছেন যারা-
নাজমুল হোসেন, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শামীম হোসেন, শরীফুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, তাসকিন আহমেদ, আলিস আল ইসলাম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, হাসান মাহমুদ, লিটন দাস, তাওহিদ হৃদয়, খালেদ আহমেদ, জাকির হাসান।

আগে থেকেই ভিসা আছে যাদের-
সাকিব আল হাসান, সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com