ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের অন্তত ১৩টি জেলা। তার মধ্যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা বেশি বিপর্যস্ত। এই অবস্থায় গতকাল (শুক্রবার) বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর আজ (শনিবার) এক কোটি টাকা দিয়ে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বন্যার্ত মানুষের জন্য অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘আপনারা জানেন আমাদের দেশের বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতো এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে। একটা ত্রাণ পাঠাচ্ছি আমরা সেনাবাহিনীর মাধ্যমে। এরপর একটা ফান্ড আছে প্রধান উপদেষ্টার। ওখানে আমরা একটা নগদ টাকা দেয়ার চিন্তা-ভাবনা করছি।’
বিসিবির পাঠানো ত্রানের ব্যাগে কী কী থাকছে জানতে চাইলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘একটা ব্যাগে যা থাকে, শুকনা খাবার। আপনারা জানেন যে রান্নার কোনও সুযোগ নেই। তাই চিড়া, মুড়িসহ শুকনো খাবারই থাকবে ব্যাগে।’
তবে এখানেই থামছে না, পানি কমে গেলে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন ব্যবস্থাতেও বিসিবি কাজ করবে বলে জানিয়েছেন বিসিবির নবাগত সভাপতি ফারুক আহমেদ।
নবান্ন টিভি
Related