ইউরোর মহারণে ফরাসিদের হতাশার নীলে ডুবিয়ে ফাইনালে উঠেছে স্প্যানিশরা। তরুণ উদীয়মান লামিন ইয়ামালের বিশ্বরেকর্ডে এক যুগ পর ফাইনালে উঠলো স্পেন। ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পিছিয়ে পড়েও ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে লা রোহারা।
পুরো টুর্নামেন্টে ওপেন প্লে থেকে গোল না পাওয়া ফ্রান্স যেন জ্বলে উঠলো স্প্যানিশদের পেয়ে। ম্যাচের আট মিনিটেই এমবাপের পাস থেকে গোল করেন কোলো মুয়ানি।
তবে লিড টেকেনি বেশিক্ষণ। ম্যাচের ২১ মিনিটে ২৫ গজ দূর থেকে গোল করে দলকে সমতায় ফেরান ১৬ বছর বয়সী ইয়ামাল। আর এতেই পেলের রেকর্ড ভেঙে সেমিফাইনালে খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড় বনে যান এই ওয়ান্ডার বয়।
এরপর মিনিট চারেকে মধ্যেই ওলমোর গোলে লিড পায় স্পেন। দ্বিতীয়ার্ধে গোল করতে সব রকমের চেষ্টা চালায় ফ্রান্স। বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে না পারায় নিজের দ্বিতীয় গোল পাননি স্পেনের তরুণ তুর্কি ইয়ামালও। এই জয়ে আনবিটেই থেকেই ফাইনালে পৌঁছে যায় স্পেন।