সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তরুণ টাইগার পেসার তানজিম হাসান সাকিবকে ঘিরে চলছে নানাবিধ আলোচনা। গত বছর তার দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই এই সমালোচনার শুরু।
তার সেই পোস্টে নারীদের প্রতি বিদ্বেষপূর্ণ কথা থাকায় ক্ষমাও চান তিনি। যে ইস্যুতে জাতীয় দলের একাধিক খেলোয়াড়ও মন্তব্য করেছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে মাঠের বাইরের বিষয় নিয়ে বেশ বিব্রত অবস্থায় টাইগাররা। তরুণ ক্রিকেটার তানজিম সাকিবের পোস্টের পক্ষে-বিপক্ষে চলছে তর্ক।
তবে সেখানেই বিষয়টি থেমে নেই। এরপর সাকিবের সমর্থনে ফেসবুক পেজে পোস্ট করেন জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য মেহেদী হাসান মিরাজ।
মিরাজের পোস্ট বিতর্ক আরও উসকে দেয়। পরবর্তীতে পোস্ট সরিয়ে নেন মিরাজ। এরপর থেকে তার ফেসবুক পেজটাই আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনেও আলোচনায় উঠল এসব প্রসঙ্গ।
বুধবার (২০ সেপ্টেম্বর) মিরপুরে হোম অব ক্রিকেটে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসকে প্রশ্ন করা হয়েছিল,
বিশ্বকাপের আগে মাঠের বাইরের এসব আলোচনা কীভাবে দেখেন? অকপটে লিটন বলেন, ‘দেখিই না।’
এশিয়া কাপের আগে এক সংবাদ সম্মেলনে লিটন বলেছিলেন, ‘২৫ গড় খারাপ নয়’, যা নিয়ে সে সময় চলে আলোচনা-সমালোচনা।
মাঠের বাইরের এসব বিষয় কি ক্রিকেটারদের জীবনে প্রভাব ফেলে?
এমন প্রশ্নে লিটন বলে, ‘এখন এত পরিমানে খেলা, সামাজিক যোগাযোগমাধ্যম দেখার মতো সময় আমাদের হাতে নেই।
প্রতিটি প্লেয়ারের কারও কাছে নেই। যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে।
তারপরের সময়টা পরিবারকে দেয়। আমার কাছে মনে হয় না এই জিনিসটা প্রভাব রাখে।’
আগামীকাল ‘হোম অব ক্রিকেট’ খ্যাত শের-ই বাংলা স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে সিরিজের প্রথম ওয়ানডে। দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।